Sujanagar Municipality | সুজানগর পৌরসভা, পাবনা
পাবনা জেলাধীন সুজানগর উপজেলার সুজানগর ইউনিয়নকে ০৫/১০/১৯৯৮ ইং সালে পৌরসভা ঘোষণা করা হয়। কিন্ত এর প্রশাসনিক কার্যক্রম শুরু হয় ১২-০৬-২০০৩ ইং তারিখ। দক্ষ পৌর পরিষদ ও কমকর্তা/কমচারীদের সুচারুরুপে কার্যক্রম পরিচালনা করায় ব্যাপক নাগরিক সুবিধা দিতে সক্ষম হয় বিধায় প্রতিষ্ঠার অতি অল্পসময়ের মধ্যে সুজানগর পৌরসভাটি ০২-০১-২০০৬ ইং তারিখে ‘গ’ শ্রেণী হতে ‘খ’ শ্রেণীতে উন্নীত হয় এবং গত ২৩-০৬-২০১৪ ইং তারিখে স্থানীয় সরকার বিভাগ উক্ত পৌরসভাকে “ক” শ্রেণী পৌরসভাতে উন্নত করে। এর আয়তন ১১.২৫ বর্গকিলোমিটার ৯ টি ওয়র্ডের ১৩ মহল্লাতে মোট জনসংখ্যা ২৭২৪০ জন। পৌরসভায় ২টি কলেজ , ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা , ৮ টি প্রাথমিক বিদ্যালয়, ৮ টি কিন্ডারগার্টেন রয়েছে। ৯ টি মৌজায় পাকা রাস্তার পরিমান ৪৩.০০ কিমি, সিসি/আরসিসি ১৩.০০কিঃ মিঃ আধা পাকা রাস্তা ৭.০০ কিঃমিঃ কাঁচা রাস্তা ২.০০ কিমি। পয়:নিস্কাশনের জন্য ১৪ কিমি ড্রেনেজলাইন রয়েছে । ১টি পৌর মার্কেট, ১২টি কবরস্থান, ১টি শশ্মান ঘাট, ঈদগাহ মাঠ ১১টি, মন্দির ৪টি, মসজিদ ২৬টি। এছাড়াও সুজানগরপৌরসভাতে নিশি ও বাড়দী আদিবাসীদের বসবাস রয়েছে। এখানে সকল ধর্মের মানুষের নিবিড় সামাজিক সম্প্রীতি রয়েছে। সুজানগর পৌরসভাটি পদ্মা নদী বিধৌত চরাঞ্চল নিয়ে গঠিত হয়। পৌর পরিষদ ও কমকর্তা/কমচারীগণ সেবাদানের ব্রতনিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের মধ্যে দিয়ে জনগনের সুখদুঃখলাঘবে কাজ করে যাচ্ছে। সুজানগর পৌরসভার শিল্প ও বাণিজ্য সুজানগর পৌরসভায় শিল্প ও বাণিজ্য প্রশার ঘটছে। বিশিক শিল্প নগরী সুজানগর পৌরসভায় একটি লাভজনক শিল্প প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করেছে। এখানে প্রতিনিয়ত শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে। সরকার পৃষ্টপোষকতা করলে এটি আরও জেলার অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা পালন করবে। সুজানগর পৌরসভা, পাবনা
সংক্ষিপ্ত ইতিহাস
পাবনা জেলাধীন সুজানগর উপজেলার সুজানগর ইউনিয়নকে ০৫/১০/১৯৯৮ ইং সালে পৌরসভা ঘোষণা করা হয়। কিন্ত এর প্রশাসনিক কার্যক্রম শুরু হয় ১২-০৬-২০০৩ ইং তারিখ। দক্ষ পৌর পরিষদ ও কমকর্তা/কমচারীদের সুচারুরুপে কার্যক্রম পরিচালনা করায় ব্যাপক নাগরিক সুবিধা দিতে সক্ষম হয় বিধায় প্রতিষ্ঠার অতি অল্পসময়ের মধ্যে সুজানগর পৌরসভাটি ০২-০১-২০০৬ ইং তারিখে ‘গ’ শ্রেণী হতে ‘খ’ শ্রেণীতে উন্নীত হয় এবং গত ২৩-০৬-২০১৪ ইং তারিখে স্থানীয় সরকার বিভাগ উক্ত পৌরসভাকে “ক” শ্রেণী পৌরসভাতে উন্নত করে। এর আয়তন ১১.২৫ বর্গকিলোমিটার ৯ টি ওয়র্ডের ১৩ মহল্লাতে মোট জনসংখ্যা ২৭২৪০ জন। পৌরসভায় ২টি কলেজ , ২টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা , ৮ টি প্রাথমিক বিদ্যালয়, ৮ টি কিন্ডারগার্টেন রয়েছে। ৯ টি মৌজায় পাকা রাস্তার পরিমান ৪৩.০০ কিমি, সিসি/আরসিসি ১৩.০০কিঃ মিঃ আধা পাকা রাস্তা ৭.০০ কিঃমিঃ কাঁচা রাস্তা ২.০০ কিমি। পয়:নিস্কাশনের জন্য ১৪ কিমি ড্রেনেজলাইন রয়েছে । ১টি পৌর মার্কেট, ১২টি কবরস্থান, ১টি শশ্মান ঘাট, ঈদগাহ মাঠ ১১টি, মন্দির ৪টি, মসজিদ ২৬টি। এছাড়াও সুজানগরপৌরসভাতে নিশি ও বাড়দী আদিবাসীদের বসবাস রয়েছে। এখানে সকল ধর্মের মানুষের নিবিড় সামাজিক সম্প্রীতি রয়েছে। সুজানগর পৌরসভাটি পদ্মা নদী বিধৌত চরাঞ্চল নিয়ে গঠিত হয়। পৌর পরিষদ ও কমকর্তা/কমচারীগণ সেবাদানের ব্রতনিয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের মধ্যে দিয়ে জনগনের সুখদুঃখলাঘবে কাজ করে যাচ্ছে।